রোহিঙ্গারা দ্রুত ফেরত যাওয়া মঙ্গলজনক হবে : প্রধানমন্ত্রী

0
862

মানবিক কারণে রোহিঙ্গাদেরকে কক্সবাজারে আশ্রয় দেয়া হয়েছে, কিন্ত এখন সেখানকরা পরিবেশ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় যত দ্রুত তারা নিজ দেশে ফেরত যাবে, প্রকৃতি রক্ষায় সেটা ততই মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জুলাই) সকালে, রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জলবায়ু অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী জানান, কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর একটি হয়েও, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তবে, ক্ষতি মোকাবিলায় ১শ কোটি মার্কিন ডলার ব্যয় করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের কথা মাথায় রেখেই প্রত্যেক উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা করা হয়। অর্থনীতি ও প্রকৃতির ক্ষতি হলেও মানবিক কারণে বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে।’

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সেমিনারে, বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় পুরো বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল।’

বিএম/এমআর