সিএসইতে নতুন এমডি

0
603

র্দীঘদিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।  দুই দফা সময় বৃদ্ধির পর আবেদনের সময় বাড়ানোর জন্য কমিশনের কাছে আবেদন করে। সিএসই দুই দফা বিজ্ঞাপন দেওয়ার পর অবশেষে সিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালকের খুঁজ পায় ।

বুধবার (২২ জানুয়ারি) বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২২ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামুন-উর-রশিদকে ব্যবস্থাপনা পরিচালক করার সিএসইর প্রস্তাব অনুমোদন দেয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকের সাবেক এমডি মামুন-উর-রশিদ।

মামুন-উর-রশিদ ৩৫ বছর ধরে ব্যাংকিং খাতে কাজ করেছেন। তিনি ১৯৮৪ সাল থেকে  ব্যাংকে কাজ শুরু করেন এবং বেশ কয়েকটি ব্যাংকে কাজ করেন।  সর্বশেষ তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।