অধ্যাপক শিবলী রুবাইয়াত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান

0
444

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতউলইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

অর্থমন্ত্রণালয় থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন এই দায়িত্বে তিনি অধ্যাপক এম খায়রুল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। তিন দফায় নয় বছর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে গত ১৫ মে তিনি পুরনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ফিরে গেছেন।