এক নজরে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা

0
743

বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ৷ ২০০৯ সালে তিনি অধিনায়কের দায়িত্ব পান ৷ ৮৮টি ম্যাচ বাংলাদেশ খেলেছে তাঁর অধিনায়কত্বে৷ এর মধ্যে ৫০টি জিতেছে এবং ৩৬টি হেরেছে ৷ ২টির কোনো ফলাফল হয়নি ৷ তাঁর নেতৃত্বে বাংলাদেশে জয়ের হার ৫৮ ভাগ ৷ সফলতায় তার পরে আছেন সাকিব আল হাসান ৷ তাঁর অধিনায়কত্বে জয়ের হার প্রায় ৪৭ ভাগ ৷

নড়াইলের সন্তান মাশরাফী ৷ জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর ৷ পেস বোলার হিসেবে ক্যারিয়ারের শুরুতেই সাড়া ফেলেন ৷ তাই অনূর্ধ-১৯ দলে থাকতেই বাংলাদেশের তৎকালীন অস্থায়ী ক্যারিবিয়ান বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের নজর কাড়েন ৷ ডাক পড়ে ‘এ’ দলে ৷ সেখানে খেলেন মাত্র এক ম্যাচ ৷

জীবনের প্রথম যে প্রথম শ্রেণির ম্যাচটি ‘ম্যাশ’ খেলেছেন, সেটি হলো টেস্ট ম্যাচ ৷ ৮ নভেম্বর, ২০০১-এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক ৷ বৃষ্টির কারণে ম্যাচটি অমীমাংসিত থাকলেও ওই সুযোগেই ১০৬ রানে ৪ উইকেট নিয়ে নিজের জাত চেনান মাশরাফি৷ স্টুয়ার্ট কার্লাইল তাঁর প্রথম শিকার ৷

৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়েছেন মাশরাফী ৷ এক ইনিংসে পাঁচ উইকেট পাননি কখনো ৷ তবে ৪ উইকেট নিয়েছেন চারবার ৷ বোলিং গড় ৪১.৫২ ৷ ইকোনমি ৩.২৪ ৷ রান করেছেন ৭৯৭ ৷ সর্বোচ্চ ৭৯ ৷

সেই সিরিজেই ওয়ানডেতেও অভিষেক হয় মাশরাফীর ৷ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২০০১ সালের ২৩ নভেম্বর ৷ সেখানেও তৃতীয় ওভারেই গ্রান্ট ফ্লাওয়ারের স্টাম্প উড়িয়ে দেন ‘নড়াইল এক্সপ্রেস’৷ এরপর অ্যান্ডি ফ্লাওয়ারের উইকেটও তুলে নেন ৷ ম্যাচটি বাংলাদেশ হারলেও মাশরাফি ৮.২ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট ৷

ওয়ানডে ক্যারিয়ারে এখনো ইতি টানেননি ৷ ছয় মার্চ জিম্বাবোয়ের বিপক্ষে ছিল তাঁর ক্যারিয়ারের ২২০-তম ম্যাচ৷ ওয়ানডেতে মোট উইকেট ২৭০টি ৷ ইকোনমি ৪.৮৮ ৷ ৫ উইকেট নিয়েছেন একবার ৷ ৪ উইকেট সাতবার৷ ব্যাট হাতে করেছেন ১৭৮৭ রান ৷ সর্বোচ্চ অপরাজিত ৫১ ৷

৫৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাশ ৷ উইকেট নিয়েছেন ৪২টি ৷ রান করেছেন ৩৭৭ ৷ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন একবার ৷

বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ইএসপিএন কর্তৃক পরিচালিত “ওয়ার্ল্ড ফেইম ১০০” এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম