দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ

0
403

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।করোনাভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর সঙ্গে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তি নির্দেশনার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়। বাংলাদেশে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কওমিমাদ্রাসা ছাড়া অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা আছে। তবে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে,  ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই গণমাধ্যমকে আভাস দিয়ে ছিলেন।