বিশ্বজুড়ে  জেলবন্দি রেকর্ড সংখ্যক সাংবাদিক

0
168

 বিশ্বজুড়ে  জেলবন্দি রেকর্ড সংখ্যক সাংবাদিক

বিশ্বব্যাপী কতজন সাংবাদিক, কবি এবং লেখক কারাবন্দি বা নিখোঁজ তার সঠিক হিসাব কারো জানা নেই৷ এমনকি লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন’-এর কাছে মামলার যে তালিকা রয়েছে, সেটাও পূর্ণাঙ্গ তালিকা নয়৷ ২০২১ সালে বিশ্বজুড়ে কারাগারে বন্দি সাংবাদিকের সংখ্যার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৯৩ জন সাংবাদিক কারাগারে ছিল, যা আগের বছর কারাবন্দি ২৮০ জনের তুলনায় বেশি। চলতি বছর বিশ্বে বন্দি সাংবাদিকদের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের নতুন প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। সরকারের সমালোচনা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, পুলিশের দ্বারা সহিংসতার নিয়ে প্রতিবেদন  তুলে ধরার কারনে নিজেদের কাজের জন্য জেলবন্দি আছে সাংবাদিকরা ।

চলতি বছর এখন পর্যন্ত অন্তত ২৪ জন সাংবাদিক তাদের কাজের জন্য প্রাণ হারিয়েছে৷ এর বাইরে আরো ১৮ জন নিহত হয়েছে, যারা সাংবাদিকতার কারণে মূল টার্গেট ছিল কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ জেলে থাকা সাংবাদিকের সংখ্যায় টানা তিন বছর শীর্ষে চীন৷ দেশটিতে অর্ধশত সাংবাদিক বন্দি রয়েছে৷

বন্দি সাংবাদিকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে মিয়ানমার৷ ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর গণমাধ্যমের উপর চড়াও হয় সেখানকার সামরিক সরকার৷ এখন পর্যন্ত ২৬জন বন্দি রয়েছে দেশটিতে৷ মিয়ানমারের পরেই রয়েছে মিশর৷ ২৫ জন বন্দি আছে সেখানে৷ আর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম৷ সেখানে জেলে রয়েছে ২৩ সংবাদকর্মী৷

তালিকায় পঞ্চম অবস্থানে বেলারুশ৷ লুকাশেঙ্কো সরকার এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে৷ এছাড়া তুরস্কে বন্দি ১৮ জন সংবাদকর্মী, ইরিত্রিয়ায় ১৬, সৌদি আরব ও রাশিয়ায় ১৪ আর ইরানে ১১ জন সাংবাদিক৷ এই দেশগুলো রয়েছে শীর্ষ দশে৷ ২০২১ সালে ১ ডিসেম্বর পর্যন্ত ২৯৩ বন্দি সাংবাদিকের ১৪ শতাংশই নারী৷

এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ ভারত৷ চারজন হত্যার শিকার হয়েছেন দেশটিতে৷ তিনজনকে হত্যা করা হয়েছে মেক্সিকোতে৷