আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে নির্বাচনে আসেনি বিএনপি – চিফ হুইপ আ স ম ফিরোজ

0
975

আ স ম ফিরোজডেস্ক নিউজ:  দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে নির্বাচনে আসেনি বিএনপি। বিএনপি যদি নির্বাচনে আসতো, তাহলে সংসদে শক্তিশালী বিরোধী দল হতো।’

 

তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপিকে আনতে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা তো চেয়েছিলাম তারা নির্বাচনে আসুক।’ শনিবার সকালে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ। শুক্রবার চিফ হুইপ হিসেবে তাকে অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

ফিরোজ বলেন, ‘অতীতে বিরোধী দলের সংসদ বর্জন দেশে-বিদেশে সমালোচিত হয়েছে। এটা সুখকর নয়। আশা করবো দশম সংসদের বিরোধী দল সরকারের বিরোধিতা করার পাশাপাশি সরকারকে উপদেশ দেবেন।’ এতে সরকার আরো উন্নয়নমূলক কাজ করতে পারবে জানিয়ে তিনি বিরোধিতার জন্যই বিরোধিতা না করারও আহ্বান জানান।

 

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, আগামী ২৯ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।