পুঁজিবাজারের সাম্প্রতিক দর পতন ঠেকাতে স্বল্পমেয়াদী ৬ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুঁজিবাজারের উন্নয়নে নীতি নির্ধারণী সভায় তিনি এ নির্দেশনা দেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত কয়েক মাসের টানা দর পতনের প্রেক্ষিতে সংস্থার চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এসময় পরিস্থিতির উন্নয়নের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নির্দেশনা দেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানো ও মার্চেন্ট ব্যাংকার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা।
সেই সাথে আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানো এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গ্রহণ এবং মানসম্পন্ন আইপিও আনতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলো তালিকাভূক্তির উদ্যোগ নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।