ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ

0
204

ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৮, অক্টোবর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন ও বাংলাদেশ ব্যাংকে  প্রয়োজনীয় জামানত জমা দেয়ার ও নির্দেশ দিয়েছে।  মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান বৈঠকে ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে । এই প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনার নির্দেশনা দেয়া হয়েছে।ই-কমার্স ব্যবসায় জড়িত কিছুসংখ্যক প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে আলোচনার মধ্যেই সরকার এমন সিদ্ধান্ত নিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম ও ইন্টিলিজেন্টস সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।মন্ত্রিসভা ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিদেশ দিয়েছে।যাতে মানুষকে বোঝানো হবে, যদি কেউ লেনদেন করেন, তা নিজ দায়িত্বে করতে হবে, সেটার দায়িত্ব সরকার নেবে না।