রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তিন নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার দুপুরে মোহাম্মদপুরের কাদেরিয়া মসজিদ সংলগ্ন ড্রেন ও নবোদয় হাউজিংয়ের ডাস্টবিন থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, দুপুরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির ডাস্টবিনে দুই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।
এছাড়া ওই এলাকার কাদেরিয়া মসজিদ সংলগ্ন ড্রেন থেকে গলিত অবস্থায় আরও এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।