জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
1006

জেলার পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে।

বুধবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওরফে এজুলের (৩২) বাড়ি জয়পুরহাট সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু ব্যবসায়ী আজিজুল ভোরের দিকে সীমান্ত পার হয়ে ভারতের গয়েশপুর ও জামালপুরের মাঝামাঝি এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ভারতের গয়েশপুরে সীমান্ত ক্যাম্পে প্রায় আধা ঘণ্টা বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে অনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় বলে রাজ্জাক জানান। তিনি আরো বলেন, বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আজিজুলের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে তারা বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করবে।