দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

0
1056

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উৎসব মুখর পরিবেশে দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ২য় আসর গতকাল সকালে সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবং বিসিবি সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ শামসুদ্দিন চৌধুরী, সদস্য নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএসএ নির্বাহি সদস্য আবু সামা বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠান মাসিক পত্রিকা দখিনা’র সম্পাদক সারওয়ার জাহান, স্পন্সর প্রতিষ্ঠান লিবাস এর প্রধান নির্বাহী মনসুর আলম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি প্রমুখ।