বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বড় কারণ দেশের সামাজিক শাসন ও মূল্যবোধ কমে যাওয়া। এজন্য সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড বাড়ানো দরকার। এসবের জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার তৎপর। অপরাধ করলে কোনো পুলিশ কর্মকর্তাও রেহাই পাবেন না।
বিএম/এমআর