হলি আর্টিজান হামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র

0
615

দখিনা ডেস্ক: আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়কে বাংলাদেশের জন্য মাইলফলক হিসিবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এ রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের লাঘব হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ।’
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলায় ঘটনায় দায়ের মামলায় এদিন রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
এতে আরও বলা হয়েছে, এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবিলায় হতাহত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীর শোক প্রকাশ করছে।