বায়েজিদে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0
626

চট্টগ্রামের বায়েজিদে হত্যা মামলার আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনির ফরিদ আহমদের ছেলে।

জানা গেছে, বায়েজিদ বোস্তামি থানা এলাকায় মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবককে হত্যা করা হয়। সেই হত্যা মামলার এজাহারের ৫ নম্বর আসামি ছিলেন এমদাদ।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল গণমাধ্যমকে বন্দুকযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।