ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান

0
641
ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান

সরকার  চট্টগ্রাম ওয়াসায় চেয়ারম্যান হিসেবে ড. মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে। তিনি আগের ওয়াসা বোর্ডের  চেয়ারম্যান ড. এসএম নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম ওয়াসার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

ড. মো. জাহাঙ্গীর আলম  ওয়াসা বোর্ডের চতুর্থ চেয়ারম্যান।  তিনি ১৯৬০ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়  জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, ১৯৮৪ সালে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ১৯৯২ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ১৯৯৪ সালে ইউনেস্কো স্কলারশিপে আনা ইউনিভার্সিটি অব মাদ্রাজ (ইন্ডিয়া) থেকে পিএইচডি এবং ১৯৯৭ সালে ভূমিকম্প (আর্থকোয়েক) ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেন।

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা ও পেশাগত জীবনে তিনি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ৪ বছর  চুয়েটের উপাচার্য ছিলেন। এছাড়া অসংখ্য দেশি বিদেশি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আসীন আছেন। তার অসংখ্য গবেষণা কর্ম রয়েছে যা দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।