ঢাকা সিটি নির্বাচন : আওয়ামী লীগের প্রার্থী উত্তরে আতিক-দক্ষিণে তাপস

0
428

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পর এবার ঘোষণা করা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম।

এতে নিজের জায়গা ধরে রেখেছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে নানা জলঘোলা করেও শেষ পর্যন্ত কপাল পুড়েছে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণের টিকিট হাতে পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন বেলা ১১টায় প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে হাজির হন উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণের ফজলে নূর তাপস। দীর্ঘ আলোচনা শেষে বেলা ১২টার দিকে তাদের নাম ঘোষণা করা হয়।

ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন এদিন কার্যালয়ে আসেননি।