আল-কায়েদার নামে প্রচার করা অডিও বার্তার উৎস জানা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।
তবে কে বা কারা এটি প্রচার করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
সোমবার নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৪’ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তারিক আহমেদ।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকেই আমাদের দেশ নিয়ে হুমকি রয়েছে। আমরা এতে বিচলিত নই। তবে সম্প্রতি যে হুমকি দিয়েছে তা আসলেই আল-কায়েদার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আবার আমাদের দেশের কেউ এর সঙ্গে জাড়িত কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।’
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘কোথায় থেকে হুমকি দেয়া হয়েছে তা তদন্তের স্বার্থে বলা হচ্ছে না। বললে সংশ্লিষ্টরা পালিয়ে যেতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহাম্মাদ ফরিদ হাবিব।