দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।ওয়ানডে সিরিজে হার এড়াতে জিততেই হবে বাংলাদেশকে।
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে সর্বশেষ দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
আগের দিন সংবাদ সম্মেলনে তাই জয়ের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই সতীর্থদের সেরাটা দেয়ার আহ্বান জানান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।