ফসকে গেল বাংলাদেশের জয়

0
172

ফসকে গেল বাংলাদেশের জয়

সুপার টুয়েলভে দুই ম্যাচ হারা দুই দলের মুখোমুখি লড়াইয়ে আজ আগে বোলিং করে বাংলাদেশ। শারজায় ১৪৩ রান তাড়া করাটা খুব সহজ ছিল । কিন্তু সম্ভব হলো না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ রান তাড়াটা কঠিনই করে তুলল বাংলাদেশের জন্য। গ্যালারিভর্তি দর্শকের সমর্থনও অনুপ্রেরণা, ক্যারিবীয়দের বাজে ফিল্ডিং, বাজে বোলিংও অনুপ্রেরণা হতে পারেনি মাহমুদউল্লাহদের জন্য।
মুশফিকক অহেতুক,অপ্রয়োজনীয়, বিলাশী শট খেলে আউট হওয়ার পরেই দল চাপে পড়ে যায় অথচ খুবই ভালো সুযোগ ছিল বাংলাদেশের। লিটন ভয়ে হাত খুলে খেলতে পারে নি, মাহমুউল্লাহকে ভয় যেন জেকে ধরেছিল। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং ভালো হলেও ম্যাচেটি অনুকুলে ছিল না ।
জয়ের খুব কাছে পৌঁছেও লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বিদায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হারটা ৩ রানের। জয়টা দেখা দিয়েও হারিয়ে গেল বাংলাদেশের দৃষ্টিসীমা থেকে। শারজার মাঠভর্তি বাংলাদেশি দর্শকদের চোখেমুখে তখন আক্ষেপের যন্ত্রণা। জয় এত কাছে, তবুও এত দূরে!