দখিনা: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে এ কাজে যেমন চ্যালেঞ্জ অনুভব করছেন?

0
1101

[wp-booklet id=1342]

অধ্যাপক আবদুল মান্নান: মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও আমাকে দায়িত্ব দিয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত এ কাজে দায়িত্ব পালনকে ইতিবাচক হিসেবেই তিনি দেখেছেন বলে আমার ধারণা। এবং সেটিকে আরো মূল্যায়িত করে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও আমাকে দিয়েছেন। শুরুতে মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় ও ত্রিশ হাজার শিক্ষার্থী দিয়ে এ মঞ্জুরী কমিশন শুরু হলেও বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২১টির বেশি প্রতিষ্ঠান ও ৩০ লক্ষেরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। অতএব বুঝতেই পারছেন, এর পরিচালনায় চ্যালেঞ্জটা অনেক বড়, দায়িত্বটাও বিশাল। এ কাজে আমি ও পাঁচজন সদস্য ওয়ার্কিং টিম হিসেবে কাজ করি, এছাড়াও বিভিন্ন পর্যায়ের পরিচালকরা আছেন। সবাই মিলে ইউজিসি’র কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি অত্যন্ত সাফল্যের সাথে।