সম্প্রসারিত হয়ে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ। যুক্ত হওয়া নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জুলাই)।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
জানাগেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে দেওযা হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।
আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।
বিএম/এমআর
