জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়া সংসদ সদস্যসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
আজ বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ রাখা হবে সিএমএইচের হিমঘরে।
কাল এরশাদের মরদেহ নেয়া হবে তার শহর রংপুরে। সেখানে নেতাকর্মীদের শ্রদ্ধার পর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রোববার (১৪ জুলাই) সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকাল পৌনে ৮টায় হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এর আগে গত ২৭ জুন সকালে এরশাদ অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
বিএম/এমআর