পদ্মা সেতুতে বসল ১৯তম স্প্যান

0
741

 

সপ্তাহের ব্যবধানে আবারও পদ্মা সেতুতে যোগ হলো ১৯তম স্প্যান। বুধবার (১৮ ডিসেম্বর) মাঝনদীতে ২১ ও ২২ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো ২ হাজার ৮৫০ মিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে ৩ কিলোমিটার দূরে বসাতে হচ্ছে স্প্যান। বুধবার সকালে দ্রুত এগিয়ে যায় ভারি ক্রেনটি। অবস্থান নেয় নির্ধারিত পিলারের কাছে।

নদীর দুইপাড়ে ব্যাপক কর্মচাঞ্চল্য। চীনের প্রকোশলীদের তত্ত্বাবধানে বাংলাদেশি শ্রমিকরা তাদের কাজ শুরু করেন। শক্ত মোটা ক্যাবলে বেঁধে ফেলা হয় ক্রেন। সব কিছু ঠিকঠাক। বেশি সময় লাগে না স্প্যানটিকে পিলারের ওপর টেনে আনতে। জোড়া দেয়া হয় এখানে আগে তুলে রাখা ৩টি স্প্যানের সঙ্গে।

ডিসেম্বর মাসের মধ্যেই ২০তম স্প্যানটি তোলা হলে দৃশ্যমান হবে পুরো ৩ কিলোমিটার অথাৎ প্রায় অর্ধেক পদ্মা সেতু।