‘বিতর্কিত নয় বরং জনপ্রিয় প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়া হবে’

0
713

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিতর্কিত নয় বরং জনপ্রিয় প্রার্থীদেরকেই ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এর আগে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন সুষ্ঠু হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই- ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে।’

ওবায়দুল কাদের বলেন, এই সিটি নির্বাচনে যেই জিতুক আমাদের কোনো সমস্যা নেই। সিটি নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন দল অংশ নিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা সেটিই চাই।