বাংলাদেশের পাসপোর্ট  শক্তিশালী পাসপোর্টে  উন্নতি

0
646

বাংলাদেশের পাসপোর্ট  শক্তিশালী পাসপোর্টে  উন্নতি

বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা নিয়ে প্রতি বছর একটি র‍্যাংকিং প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ তাদের ২০২০ সালের সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে৷

একটি দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করা যায় তার উপর ভিত্তি করে হ্যানলি পাসপোর্ট ইনডেক্সটি তৈরি করা হয়েছে৷ এই সূচকে মোট ১০৭ টি দেশের পাসপোর্ট রয়েছে৷

এই তালিকায় ধারাবাহিকভাবেই শীর্ষে রয়েছে জাপান৷ ১৯১ টি দেশে জাপানের পাসপোর্টধারীরা ভিসাছাড়া ভ্রমণ করতে পারেন৷ গত বছর এই সংখ্যাটি ছিল ১৯০৷

জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট৷ ১৯০ টি দেশে তাদের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে৷ তৃতীয়তে থাকা দক্ষিণ কোরিয়ার রয়েছে ১৮৯ টি দেশে৷

শক্তিশালী পাসপোর্টের তালিকায় পরবর্তী তেরটি দেশ ইউরোপের৷ ১৮৯ টি দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে জার্মানির পাসপোর্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে৷ চতুর্থে আছে ইটালি ও ফিনল্যান্ড৷ পঞ্চম শক্তিশালী পাসপোর্ট তিনটি দেশের স্পেন, লুক্সেমবুর্গ ও ডেনমার্ক৷ ষষ্ঠ অবস্থানে সুইডেন ও ফ্রান্স৷ এরপরের অবস্থানে আছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসসহ ৫টি দেশ৷

তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে অষ্টম অবস্থানে৷ দেশটির পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যায় ১৮৪ টি দেশে৷ যুক্তরাজ্যও আছে একই অবস্থানে৷

দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে মালদ্বীপ৷ র‍্যাংকিংয়ে যাদের অবস্থান ৬১৷ দেশটির পাসপোর্ট ৮৫ টি দেশে ভিসাবিহীন প্রবেশের সুযোগ দেয়৷ এই অঞ্চলে তাদের পরে ৮৪তম অবস্থানে রয়েছে ভারতের পাসপোর্ট৷ তাদের রয়েছে ৫৮ টি দেশে ভিসাবিহীন ভ্রমণের সুযোগ৷ শ্রীলঙ্কার পাসপোর্ট ৯৭তম, নেপাল ১০১ তম আর পাকিস্তান রয়েছে ১০৪ তম অবস্থানে৷

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ রয়েছে ৯৮ তম অবস্থানে৷ ২০০৬ সালেও র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৬৮-তে ৷ এরপর থেকে ক্রমাগত অবনতি ঘটেছে ৷ ২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে ৷ তবে টানা তিন বছর এক ধাপ করে এগিয়ে এবার ৯৮তম অবস্থানে উঠে এসেছে৷

ভিসা ফ্রি ৪১ দেশে  র‍্যাংকিংয়ে উন্নতি হলেও বাংলাদেশকে ‘ভিসা ফ্রি’ সুবিধা দেয়া দেশের সংখ্যা একই রয়েছে৷ এশিয়ায় এই সুবিধা দেয় ভূটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা৷ এছাড়াও আফ্রিকার ১৬টি, ওশেনিয়া অঞ্চলের ৭টি ও ক্যারিবীয় অঞ্চলের ১১ টি দেশে বাংলাদেশের পাসপোর্টে ‘ভিসা ফ্রি’ সুবিধা মেলে৷