চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন

0
395

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন

দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর নাম প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য মনোনীত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮’র জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য এসব কৃতি শিক্ষার্থীদের মনোনীত করা হয়।
তালিকায় স্থান পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী হলেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইসরাত জাহান, একাউন্টিং বিভাগের শামীম আক্তার, আরবি বিভাগের মোহাম্মদ ঈসা, ফার্মেসি বিভাগের শর্মিষ্ঠা মিত্র, অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজিৎ বড়ুয়া, মেডিসিন বিভাগের তাফাজ্জুল হোসেন ভূঁইয়া, অর্থনীতি বিভাগের পূজা ভট্টাচার্য এবং আইন বিভাগের আবু বকর ছিদ্দিক।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।