প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে জয়ী মোছলেম

0
689

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ।চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী এই উপ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেছেন, দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ।

সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।