শপথ নিলেন মোছলেম উদ্দিন

0
392

শপথ নিলেন মোছলেম উদ্দিন

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ। আজ সোমবার 20 জানুয়ারি সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে ৮৭ হাজার ২৪৬ ভোট পান মোছলেম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী মো. আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট।