অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
685

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার যুবা টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
পচেফস্ট্রুমের উইট্রান্ড ক্রিকেট ফিল্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশরা।এর আগে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল।

যুব বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে অংশ নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। গেল ১৮ জানুয়ারি ৩৩ বলে ৫৯ রান তুলে ম্যাচ সেরা হয়েছিলেন পারভেজ হাসান ইমন।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ তারিখ। পচেফস্ট্রুমের আরেক মাঠ সেনওয়েস পার্কে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।