চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার নিজ বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে বাংলাবাজারের গুলশান হাউজিং কলোনির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম ফাতেমা লিপি। তার স্বামীর নাম কামরুজ্জামান। তাকে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, সন্ধ্যায় ফাতেমার স্বামী কামরুজ্জামান বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পাশে একটি হামানদিস্তা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই হামানদিস্তা দিয়ে আঘাত করে ফাতেমাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি