ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০

0
1016

২০১৯ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০। বাংলাদেশের ডিজাইনারদের চমৎকৃত উপস্থাপনায় বৃহস্পতিবার শুরু হলো ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০। এবারের ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০-এর স্লোগান হচ্ছে ‘রানওয়ে অব লাইফ’। অর্থাৎ ফ্যাশন শুধু নির্দিষ্ট সময়ের জন্যই নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তই ফ্যাশনের অংশ। বাংলাদেশের সাতজন, ভারতের দুজন ও শ্রীলঙ্কার একজন ডিজাইনারের পোশাক পরে দেখিয়েছেন মডেলরা।ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকের তৃতীয় দিনের আসর শুরু হয় ট্রেসেমে কিউ দিয়ে। এরপর বাংলাদেশ, ভারত ও ভুটান মিলিয়ে মোট ১০ জন ডিজাইনার তাদের সংগ্রহ উপস্থাপন করেন। সমাপনী দিনে ছিল গ্র্যান্ড ফিনালে কিউ। তিন দিনের তিনজন ডিজাইনারের সংগ্রহ আবার দেখানো হয়।ট্রেসেমে কিউতে অভিনেত্রী আফসানা মিমির উচ্চারণের ছন্দে হাঁটেন ৯ জন বিভিন্ন পেশার নারী। প্রতিদিনের বিষয়ের ওপর নির্ভর করেই স্ক্রিপ্ট করা হয়েছে। দেশের অগ্রগণ্য সৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের রূপ ও কেশসজ্জায় মঞ্চে হেঁটেছেন সংগীতশিল্পী জেফার, ফুটবলার মৌসুমী, অভিনয়শিল্পী ও উপস্থাপক নাবিলা, সংবাদপাঠক তরি, পাইলট মালিহা, নৃত্যশিল্পী হৃদি শেখ, অভিনয়শিল্পী সুনেহরা ও চিকিৎসক তানজিনা ইয়াসমিন। আগের দুইদিনও ছিলেন তাঁরাই, তবে পৃথক থিমে।