ঘোষণা বা এনডোর্সমেন্ট ছাড়াই বিদেশে নেয়া যাবে ১০ হাজার ডলার

0
506

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে ডেপুটি গভর্নর আহমেদ জামালের সই করা ‘কারেন্সি নোট আমদানি ও রফতানি’ প্রজ্ঞাপন জারি করে  ।  এখন থেকে বিদেশে যাওয়া-আসার সময় যে কেউ সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখতে পারবে ।এর জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়াছে  । পৃথিবীর বিভিন্ন দেশে ১০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বেরও হওয়া যায়। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। এর আগে ঘোষণা বা এনডোর্সমেন্ট ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা-যাওয়ার সুযোগ ছিল।