বেগম জিয়া প্যারোলে আবেদন করলে বিষয়টি ভাবা হবে : কাদের

0
451

বেগম খালেদা জিয়ার জামিনের জন্য প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বেগম জিয়ার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ‌১২ টায় সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এসময় খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব তার চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আলোচনা করতে ফোন করতেই পারে, এতে লুকোছাপার কিছু নেই।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এটা দুর্নীতির মামলা, রাজনৈতিক নয়, তাই সরকারের কিছু করা নেই। তবে প্যারোলের আবেদন করলে প্যারোলের শর্ত বিবেচনা করে বিষয়টি ভাবা হবে।’

তিনি আরো বলেন, ‘মানবিক দিকটি আদালত দেখবে কি না আদালতের বিষয়।’