সিরিজ জয়ে মাঠে নামছে বাংলাদেশ

0
439

সিলেটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলতে নেমে রেকর্ড জয় পায় টাইগাররা। যেখানে চাপা পড়ে যায় অধিনায়ক মাশরাফির বিদায়ী সিরিজের পারফরমেন্স নিয়ে চুলচেড়া বিশ্লেষণ। তবে ম্যাশের মাথায় এখন অবসরের চেয়ে সিরিজ নিয়েই ভাবনাটা বেশি।

প্রথম ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাকান লিটন দাস। বল হাতে নিজের সেরাটা দেখিয়েছেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। স্লো ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে পড়লেও দলের শুরুটা ভালই করেছিলেন তামিম ইকবাল।

এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজের সামর্থের প্রমাণ দিতে না পারলেও শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মোহাম্মাদ মিঠুন, নাজমুল হাসান শান্ত ও শেষের দিকে নামা সাইফুদ্দিন। শুধু ব্যাটে নয় বলেও জ্বলে ওঠেন এ পেসার। নেন মূল্যবান ৩টি উইকেট।

তার এমন ফেরাতে স্বস্তিও পেয়েছেন দলের প্রধান রাসেল ডমিঙ্গো। অনেক দিন থেকেই একজন অলরাউন্ডার পেসারের অভাব বোধ করছিলেন তিনি। যা জানিয়েছেন নিজের মুখেই। এছাড়া, এদিন পিছিয়ে ছিলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। আর শুরুতে কিছুটা সমস্যা হলেও শেষদিকে ছন্দে ফিরেছেন অধিনায়ক মাশরাফিও।

প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়ে বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেটের দেখা পান তিনি। এই কীর্তি আছে শুধু ওয়াসিম আকরাম, শন পোলক, ইমরান খান এবং জেসন হোল্ডারের। সবমিলিয়ে ক্যারিয়ারের ৭০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করছেন ম্যাশ।

বাংলাদেশ দলের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়েছিল লিটন দাসের চোট। এছাড়া সাইফউদ্দিন লম্বা সময় পিঠের ইনজুরির কারণে বাইরে থাকায় তাকে নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তবে দুজনেই আজ খেলছেন এতে কোনো সন্দেহ আপাতত নেই। সবমিলিয়ে দ্বিতীয় ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই আজ মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।