আলোচনার পর আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত : প্রধান বিচারপতি

0
485

করোনা ভাইরাসের কারণে নিম্ন আদালত বন্ধ করা হবে কিনা সব বিচারপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (১৮ মার্চ) আদালতে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, একদিকে যেমন করোনার বিষয়টি মাথায় রাখতে হবে অন্যদিকে বিচারপ্রার্থীরাও যেন ভোগান্তিতে না পড়ে সেদিকটাও চিন্তা করতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ২৬টি গাছ লাগানো হয়। এ সময় হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।