চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

0
505

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক-টেম্পো সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চার চাকার ‘মিউজিক’ জিপ গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি লবণবোঝাই ট্রাক ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন নামের দুই ভাই। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।