করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম শুক্রবার মে ২২, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।জানিয়েছেন জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে মোরশেদুল আলম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার একদফা কার্ডিয়াক অ্যাটাক হয়। তার হার্টে আগে থেকেই রিং পড়ানো ছিল।
পরিবারিক সূত্রে জানা যায়, মোরশেদুল আলমের মরদেহ পটিয়ার নিজ গ্রামের বাড়ি নিয়ে এসে রাতেই স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।মৃত্যুর মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে জানাযা শেষে বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হন মোরশেদুল আলম ।
মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। এর আগে গত ১৭ মে মোরশেদুল আলমসহ পরিবারের ছয় সদস্যের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।