জোয়ারের পানিতে দুর্ভোগে মা ও শিশু হাসপাতাল

0
697

দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে নগরের নিম্নাঞ্চল। এতে বাদ যায়নি  আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল। ফলে রোগী নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের।জোয়ারের পানিতে আগ্রাবাদের  মা ও শিশু হাসপাতাল। চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন দুর্ভোগে। আবার কেউ কেউ চিকিৎসা না নিয়েও ফিরে যাচ্ছেন অন্য হাসপাতালে।

সোমবার ০৬ জুলাই বিকেলে এমনই দৃশ্য চোখে পড়ে ওই হাসপাতালটির নিচতলায়। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে পানি উঠে যাওয়ায়, রোগী নিয়ে ভেতরে প্রবেশ করতে এবং বের হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক কষ্ট করে লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে হাসপাতালের ভেতরে। মা ও শিশু হাসপাতালে পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, বহুদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি। বর্ষা মৌসুমে আমাদের এ সমস্যা পোহাতে হয়। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি এক সঙ্গে হওয়ার কারণে এ সমস্যা। তিনি বলেন, এ ব্যাপারে একাধিকবার সিটি করপোরেশন এবং সিডিএকে জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। বিষয় হলো এ সমস্যা একদিনে সমাধান করা যাবে না। এ সমস্যা সমাধান করতে প্রয়োজন পরিকল্পিত পরিকল্পনা।

ছ্ববিতে ধারনকৃত এটি চট্টগ্রামের বৃহত্তম আবাসিক এলাকা হালিশহর এল ব্লকের দৃশ্য , ৬ই জুলাই ২০২০ অপরাহ্ন ৩:১০ মিঃ এর ছবি | কোনো বৃষ্টি ছাড়াই এই অবস্থা | চট্টগ্রাম এর জলাবদ্ধতা নিয়ে এতো লেখা হয় এখন মনে হয় লিখে আর কি হবে ।লেখাপেড়ে মনে হবে পুরানো কিছু লাইন আবার তুলে ধরা হয়েছে  | পানি উন্নয়ন বোর্ড এর মডিউল টেস্ট ছাড়া কোনো উদ্যোগে কাজ হবে না | একাডেমিক শিক্ষিত লোকদের পরার্মশ ছাড়া আমাদের মতো সাধারণ মানুষ কিংবা রাজনীতিবিদদের পরিকল্পনা সেনাবাহিনী বাস্তবায়ন করলেও ফল পাওয়া যাবে না ! পানি নিয়ন্ত্রণ একটি সায়েন্স | সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে , শহরের খালি জায়গা কমে যাচ্ছে ! নেদারল্যান্ড এর অনেকগুলো শহর সমুদ্র থেকে অনেক নিচে হওয়া সত্ত্বেও তারা যেভাবে ড্রেন সিস্টেম করেছে শহর চট্টগ্রাম তা কখনো অনুসরণ করে নি !! রাস্তা উঁচু করলেও অনেক ব্যবসা হবে , কিন্তু সমস্যা যাবে না ! চট্টগ্রাম শহরের যে ৭ টি খাল বঙ্গোপসাগরে পড়েছে , যে ১৩ টি খাল কর্ণফুলীতে পড়েছে যে ২ টি খাল হালদা নদীতে পড়েছে এগুলোতে সুইস গেট দিয়ে জোয়ারের পানি প্রয়োজনীয় নিয়ন্ত্রণে আন্তে হবে |এই সুইস গেট নিয়ন্ত্রণে নিয়মিত কর্মচারী ছাড়াও সার্বক্ষণিক প্রকৌশলী নিয়োগ দিতে হবে যারা সারাক্ষন রেডিও যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত থাকবে | সিটি কর্পোরেশন এর একটি আলাদা ডিপার্টমেন্ট সৃষ্টি করতে হবে | শহর বাসীকে পূর্বাভাস দেয়ায় সহযোগিতা করবে এই সুইস গেট নিয়ন্ত্রণ বিভাগ | এ ছাড়াও শহরের ভিতরে কয়েকটি শাখা খাল সহ শহরে মোট ৪৭ টি খাল রয়েছে ! বর্ষায় অমাবস্যা কিংবা পূর্ণিমায় বা যখনই প্রয়োজন জোয়ার ঢুকতে না দেয়া , প্রয়োজনে জোয়ারের সময় বৃষ্টির পানি পাম্প আউট করার ব্যবস্থা থাকা জরুরী | ফ্লাড জোন সৃষ্টি করতে হবে | যে বাজেট করা হয়েছে তার চেয়ে কম খরচে এটা করা সম্বব | শহর স্যানিটেশন ইন্সপেক্টর পদ সৃষ্টি করে প্রতিদিন কয়েকশো বাড়িকে ময়লা ফেলতে অনিয়মের জন্য জরিমানা করতে হবে |  ছবি :জসিম উদ্দিন ভূঁইয়া