দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

0
710

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্ব জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২১ জুলাই বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম ঘোষণা দেন যে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান এবং বিভাগীয় কার্যালয়সহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা এবং দুর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ২২ জুলাই থেকে পবিত্র জিলহজ মাসের দিন গণনা শুরু হবে। ফলে ১০ জিলহজ অর্থ্যাৎ ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।

জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।