নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

0
154

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

নিউইয়র্কের একটি আবাসিক ভবনে আগুন লেগে নয়টি শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।দুটি তলায় আগুন লাগলেও ১৯ তলা ভবনের সব তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, তারা ১৯ তলা ভবনের প্রতিটি তলায় হতাহতদের খুঁজে পেয়েছেন এবং ধোঁয়া “অভূতপূর্ব” ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

কর্মকর্তারা জানায়, রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য। ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে আগুন লেগে ৮টি শিশুসহ ১২ জন নিহত হওয়ার কয়েকদিন পরেই এ ঘটনা ঘটলো।

প্রায় ২০০ জন অগ্নিনির্বাপক কর্মীকে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছিল। কর্মকর্তারা মনে করেন, একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।