৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার পথে বিমানের প্রথম হজ ফ্লাইট

0
956

৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়েছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া আজ দ্বিতীয় ফ্লাইট বিজি-৩১০১ বেলা সোয়া ১১টায়, তৃতীয় ফ্লাইট বিজি-৩২০১ বিকাল সোয়া ৩টায় ও চতুর্থ ফ্লাইট বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাবে। সেই সঙ্গে রাত সোয়া ৮টায় একটি নিয়মিত ফ্লাইট জেদ্দার পথে রওনা দেবে।

বিমানের তথ্যমতে, এবার হজ মৌসুমে শিডিউলসহ মোট ৩৬৫টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

বিএম/এমআর