পুলিশ প্রশাসনে ২৬ জন পুলিশ সুপার (এসপি) বা পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি হওয়া পুলিশ সুপাররা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামানকে পুলিশ সুপার লক্ষ্মীপুর জেলায়, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সুপার সুনামগঞ্জ জেলায়, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে পুলিশ সুপার মৌলভীবাজার জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে পুলিশ সুপার নাটোর জেলায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আকবর আলী মুন্সীকে পুলিশ সুপার নেত্রকোনা জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে পুলিশ সুপার মেহেরপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সুপার নরসিংদী জেলায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহবুব হাসানকে পুলিশ সুপার মাদারীপুর জেলায়, মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানকে পুলিশ সুপার সাতক্ষীরা জেলায় বদলি করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া এসপিদের নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে ২১ জুলাই সকাল ১০টায় জননিরাপত্তা বিভাগে ব্রিফিংয়ে যোগ দেবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
নতুন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ওই ১১ জেলায় এসপির দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।
বিএম/এমআর