নামি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো শিক্ষকদের ক্লাস সম্প্রচারে শিক্ষা টিভি করার কথা ভাবছে সরকার। এর মাধ্যমে পাঠদানের উপকারিতা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া যাবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় ডিসিদের এই চিন্তার কথা জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকায় বা বেশ কিছু জায়গায় অত্যন্ত ভালো কিছু বিদ্যালয় রয়েছে, যেগুলোর অনেক সুনাম রয়েছে, সেখানকার শিক্ষকদের বিষয়ে অনেক সুনাম রয়েছে। ডিসিদের একটা প্রস্তাব আছে তাদেরকে অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে। আমরা বলেছি, খুব কম খরচ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের খুব ভালো ভালো শিক্ষকদের ভালো ভালো ক্লাসগুলোকে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একইসঙ্গে সব স্কুলে দেখাতে পারি।’
জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে ডিসিদের পক্ষ থেকে আগেই ৩৩৩টি প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে একটি ছিল শহরাঞ্চলে অবস্থিত সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গ্রামাঞ্চলের স্কুলগুলোয় অতিথি শিক্ষক হিসেবে পাঠানো।
দীপু মনি বলেন, ‘সেজন্য একটা শিক্ষা টিভি জাতীয় কোনো কিছু চিন্তা করা যায় এবং সেটি করা গেলে হয়ত যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক আছেন, তারা অন্যদের শেখানোর পদ্ধতি থেকে উপকৃত হবেন এবং একই সঙ্গে শিক্ষার্থীও যে যেখানেই থাকুক, একই মানের শিক্ষকদের শিক্ষাদান পাঠদানে তারা উপকৃত হবে।’
একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ডিসিদের প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রস্তাব ছিল সরকারি কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করার। বিশ্ববিদ্যালয় করা একটি প্রক্রিয়ার বিষয়। যদিও এই প্রস্তাব রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায়; কিন্তু বিশ্ববিদ্যালয়টি করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে প্রস্তাব এলে কীভাবে করা যায়, তা ভেবে দেখা হবে।’
শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয় সজাগ দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বোত্র জনসচেতনতা সৃষ্টি করা। কারিগরি শিক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করে শিক্ষার্থীদের আকৃষ্ট করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত গাওয়া, জাতীয় পতাকা উত্তোলন করাসহ যত বিষয় শিক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেখানে ডিসিদের কাজ করার সুযোগ রয়েছে, সেসব বিষয়ে আমরা তাদের নির্দেশনা দিয়েছি।’
এ ছাড়া কোচিংবাণিজ্য বন্ধসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিএম/এমআর