বন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত-সেনাপ্রধান

0
953

বিএম ডেস্ক : সেনা বাহিনী প্রধান জেনালের আজিজ আহমেদ বলেছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বাহিনী কাজ করবে। বলেন, ‘ডিসিদের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করবো। কোথাও কোনও সমস্যা হলে, পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো।’

আজ বুধবার (১৭ জুলাই) সকালে ডিসি সম্মেলনের চতুর্থ দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়-বিষয়ক প্রথম কার্য অধিবেশন শেষ সাংবাদিকদের এ কথা বলেন সেনা প্রধান। অধিবেশনে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর উপ-প্রধান (বিমান বাহিনী প্রধান দেশের বাইরে) উপস্থিত ছিলেন। এই প্রথম কোনও ডিসি সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় তিন ব্যক্তি উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে সেনা প্রধান আজিজ আহমেদ বলেন, ‘বন্যা মোকাবিলায় যদি সেনাবাহিনীর প্রয়োজন পড়ে; সেনাবাহিনী প্রস্তুত আছে, কাজে যোগ দেবে। যেখানে যখই প্রয়োজন হবে, শুধু সেনাবাহিনী নয়, তিন বাহিনীর সদস্যরাই সেখানে থাকবেন। ডিসি সাহেবরা যেভাবে চাইবেন, সেভাবেই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে কাজ করবে সদস্যরা।

বিএম/আরএস..