রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) দুপুর ৩টার পরে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশে।
ভূমিকম্পটি ছোট আকারে হওয়া অনেকেই টের পাননি। তবে অনেকেই টের পেয়ে আতঙ্কে লোকজনকে ঘরের বাইরে আসতে দেখা যায়।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে ভারতের গোহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে রিক্টার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।
বিএম/এমআর
