রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে করা মামলার শুনানি পর্যবেক্ষণে, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যাচ্ছে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার শুরু হতে যাওয়া শুনানিতে বাংলাদেশ থেকে পর্যবেক্ষণে যাওয়া দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি ও কক্সবাজারে আশ্রয় নেয়া তিনজন রোহিঙ্গা নারী ও পুরুষ।
আজ (রোববার) দলটির নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতের দেয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে আগামী মঙ্গলবার গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হবে।
১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর সকালে গাম্বিয়া পাল্টা যুক্তি দেবে মিয়ানমারের বিপক্ষে। আর দুপুরে মিয়ানমার গাম্বিয়ার জবাব দেবে। আইসিজেতে মিয়ানমারের পক্ষে বক্তব্য দেবেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।