মিয়ানমারের সেনাপ্রধানসহ ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা

0
787

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষ ৪ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, জেনারেল মিন অং হ্লাইংয়ের নির্দেশে রাখাইনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটির সেনাবাহিনী।

মিয়ানমারের সেনাপ্রধান ছাড়াও সেনাবাহিনীর উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফ্যানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ৩৩ লাইট ইনফ্যানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং এর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে এই ৪ সেনাকর্মকর্তার যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এছাড়াও তাদের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবেন না যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

এর আগে জুলাই মাসে মিয়ানমারের সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।