সাদার্ন ইউনিভার্সিটিতে প্রিমিয়ার ক্রিকেট লিগ সম্পন্ন

0
1008

সাদার্ন ইউনিভার্সিটি প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স বিভাগের টিম ইনফিনিটি।

আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত শ্বাসরূদ্ধকর ফাইনালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম সিভিলিয়ানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে কম্পিউটার সায়েন্স বিভাগ।

সাদার্ন স্পোর্টস সেন্টারের ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ এবং বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক শওকত বাঙ্গালী। আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক সুরাইয়া মমতাজ, মো. ইয়াছিন, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রিয়ম চৌধুরী প্রমুখ ।

সাদার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে এবং সাদার্ন স্পোর্টস সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ২৮টি দল অংশগ্রহণ করে