রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, তালিকাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়েছি। আমরা শুধু তালিকাটি প্রকাশ করেছি মাত্র। তবে তালিকায় যে ভুলগুলো আছে, আমরা তা পরবর্তীতে সংশোধন করে নেব। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি